জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সিলেটে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই উপলক্ষে সমাবেশ ও লিফলেট বিতরণ করে সংগঠন দুটি। এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।
লিফলেটে তারা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। বক্তব্যকালে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহিদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। ১৯৪৭, ’৫২, ’৭১ এবং ’২৪-এর যে ঐতিহাসিক ধারাবাহিকতা তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। তারা বলেন, ‘আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জাতিকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি তার স্বীকৃতি থাকতে হবে।
বক্তারা আরও বলেন, যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বক্তব্য দেন। স্থানীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.