ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা শুল্ক যুদ্ধের প্রভাবে মুনাফা কমেছে নকিয়ার ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ একটি যৌথ দায়িত্ব: শেখ মঈনুদ্দীন গণমাধ্যম এখন স্বাধীন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রুমিন ফারহানা বিসিএস পরীক্ষার জট নিরসন করার পরিকল্পনা রয়েছে: পিএসসি চেয়ারম্যান এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ এডিবি’র কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে, হুমকির মুখে বেড়িবাঁধ

জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশনের ৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেওয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।’

প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশনের ৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ

আপডেট সময় : ১১:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেওয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।’

প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।