জ্ঞানের বাহক বই পাঠে মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা বিদূরিত হয়
- আপডেট সময় : ১১:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বই পড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন, এর মাধ্যমে জ্ঞানের আলোকচ্ছটায় মানুষের অন্তর আলোকিত হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। তিনি বলেন, জ্ঞানের বাহক বই পাঠে মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা বিদূরিত হয়। জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইনের ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ওরিয়েন্টালিজমের কেবলই নেতিবাচক দিক আছে এমনটা নয়, এর ইতিবাচক দিকও আছে। তবে নেতিবাচক দিকটাই বেশি। উপদেষ্টা ইসলামি স্কলারদের ধর্মতত্বের ওপর জ্ঞান অর্জনের আহ্বান জানান। লেখক সম্পর্কে ড. খালিদ বলেন, ড. মুহাম্মদ সাদিক হুসাইন একজন বিদগ্ধ লেখক। তিনি বাংলা ও আরবি জানেন এবং ইংরেজিতেও তার দখল রয়েছে।তার লেখা ওরিয়েন্টালিজম ও ইসলাম বইটি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে।
বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার (বিআইএলআরসি) বহুদিন যাবত ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে আসছে। তাদের গবেষণা পত্রিকাটিও মানোত্তীর্ণ প্রকাশনা। অনুষ্ঠানে বিআইএলআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপদেষ্টা আয যিহান পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘প্রিয় ব্যক্তিত্ব প্রিয় বই’, লেখালেখির নিয়মকানুন’, ‘মনুষ্যত্বের উন্নত বৈশিষ্ট্য’, ‘পজিটিভ প্যারেন্টিং সিক্রেটস’, ‘ইসলামের অনন্য আদব ও ভদ্রতা’ শিরোনামে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।