চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’-গ ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ আবেদন মঞ্জুরের আদেশ দেন।
আদেশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন মঞ্জুর হয়েছে। ছাত্ররা তাদের রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছে। ফলে চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’ (গ) ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আর বাধা নেই।
গত ৮ ফেব্রুয়ারি ঢাবি’র এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তবে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শিরোনামে ভিসি বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু সে আবেদনে সাড়া না পাওয়ায়, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।
সে রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে ঢাবি কর্তৃপক্ষ নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.