ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। সোমবার (২৪ মার্চ) রাতে ফল প্রকাশিত হয়। এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।
এই ইউনিটে সাত হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯২২ জন, মানবিকের ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষার ১২২ জন পাস করেছেন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ।
১২০ নম্বরের মধ্যে তিনি ১১০ নম্বর পেয়েছেন। বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হলিক্রসের শিক্ষার্থী তাবাসসুম তিথী। বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ডিইউ এসসিআই ˂রোল নম্বর˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.