দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এবং বৃত্তি প্রাপ্তির পথ সহজ করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল। শুক্রবার সিউলে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
আজ (শনিবার) প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি তাাদের সমস্যা সমাধানে দূতাবাসের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত সিউলে দূতাবাস আয়োজিত অনুষ্ঠান ও কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এদিকে সিউলে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি তথ্যভাণ্ডার (ডেটাবেজ) গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং কমিউনিটির কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে দূতাবাস।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.