দাগনভূঞা প্রতিনিধি : ২১’শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীর দাগনভূঞায় কেরোনিয়া পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের উপহার বিতরণ করা হয়েছে। ভাষা দিবস শুক্রবার সকালে দাগনভূঞা ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সামাজিক সংগঠন কেরোনিয়া পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সাধারন সম্পাদক ডা. ফখরুদ্দিন মানিক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল ওহাব, কোরোনিয়া মোহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি বেলায়েত উল্যাহ, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন কোষাধ্যক্ষ ডা. ইসলাইল, মাদ্রাসার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ জাহেদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেরারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, অত্র মাদ্রাসার সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা বাবুল প্রমুখ।
অত্র অনুষ্ঠান শেষে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান ও পৃথিবীর অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ পাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের সন্তান হাফেজ মিফতাহুল আবেদীন আশিককে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.