দুগ্ধ উৎপাদনের ঘাটতি মেটাতে কাজ করছে সরকার : সমবায় ডিজি
- আপডেট সময় : ১১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ০ বার পড়া হয়েছে
সমবায় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শরিফুল ইসলাম বলেছেন, সমবায়ের মাধ্যমে দুগ্ধ খামারিদের একতাবদ্ধ করে প্রশিক্ষণ, ঋণ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দুগ্ধ উৎপাদনের ঘাটতি মেটাতে কাজ করে চলছে সরকার। এরই অংশ হিসেবে ঘাটতিতে থাকা উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলাসহ সারাদেশের ৫০টি উপজেলায় চলমান রয়েছে এই পাইলট প্রকল্প। বৃহষ্পতিবার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রায় এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ -এই স্লোগানে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনস্থ সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মুজিব উর রহমান খাঁন, ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম, চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, গাজীপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি এস এম জসীম উদ্দীন মিন্টু ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক কামাল হোসেন।