দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ আজ যোগদান করেছেন। এর আগে ১১ ডিসেম্বর দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও আরেক কমিশনার জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী যোগদান করেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ দেশের বাইরে থাকায় আজ তিনি যোগদান করেন।
দুদকে যোগ দিয়ে বিকেলে সাংবাদিকদের তিনি বলেন,‘দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার সম্পদের হিসাব বিবরণী জমা দেবো। কারণ, আমরা দুর্নীতিমুক্ত কিনা সেটাও সবার জানা উচিত। তিনি বলেন,‘আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাবো, তখন আমাদের সম্পদ কী আছে তা দেশবাসীর জানা উচিত।
এর আগে ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব জমা এবং জনসম্মুখে প্রকাশ করার কথা জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ৩ জনকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.