‘দেবপুর মানবকল্যাণ ফাউন্ডেশন’ পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন

- আপডেট সময় : ১১:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের এক ঝাঁক মানব দরদী তরুণ। এ বিষয়ে স্থানীয় একজন প্রতিনিধি জানান, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার “দেবপুর মানবকল্যাণ ফাউন্ডেশন” কর্তৃক দেবপুর, নরহরিপুর, মেহেলদারকোর্ট সহ কয়েকটি গ্রামে শীতার্ত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৭০ টি পরিবারের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের সদস্যবৃন্দ গণ নিজ এলাকার উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে অনেকদিন যাবৎ কাজ করে আসছে। ফাউন্ডেশনের বিগত দিনের সেবামূলক কিছু কার্যক্রম তুলে ধরা হলো – বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরন, অসুস্থ হতদরিদ্রের চিকিৎসায় অনুদান, ধর্মপ্রচার ও প্রসার সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে গাছে গাছে কালেমা ও জিকিরের ফেস্টুন ,অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ (১ মাসের বাজার), হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান ইত্যাদি।
এই সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, যে আর্তমানবতার কল্যানে প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বর্তমানের মতো ভবিষ্যতেও আমাদের সংগঠন এমন সামাজিক কাজ করে যাবেন বলে আশাবাদী।