দেশকে নৈতিক-চরিত্রবান নাগরিক উপহার দেওয়ার দায়িত্ব ছাত্রশিবিরের : শাহজাহান চৌধুরী
- আপডেট সময় : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগর জামায়াতের আমির সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নৈতিক এবং চরিত্রবান নাগরিক উপহার দেওয়ার দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের। আজ শনিবার শহিদ জোবায়ের মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের চলার পথ, কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশেই উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘রক্তে ভেজা রাজপথে বেড়ে ওঠা ত্যাগ-তিতিক্ষা, কোরবানি, অত্যাচার, নির্যাতন, গুম, শাহাদাতের ওপর গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এ কারণেই বাংলাদেশকে নৈতিক, চরিত্রবান নাগরিক উপহার দেওয়ার দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের। তিনি বলেন, যারা দেশকে গড়তে জানে, আল্লাহ তায়া’লা তাদের ওপরই জাতিকে পরিচালনার ভার ন্যস্ত করেন। ইসলামী ছাত্র শিবিরের চলার পথ, কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই। অতএব এই পথে চলার মাঝে কোনো হতাশা নেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাবিবুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখেন।