বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেছেন, পুলিশ, সাংবাদিক ও জনগণকে একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে জেলার থানচি থানা কার্যালয়ে সাংবাদিক, ছাত্র-আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিয়ম সভায় এ কথা বলেন। শহিদুল্লাহ কাওছার বলেন, দেশের জনগণের সেবা দিতে দিনরাত সব সময় পুলিশের দরজা খোলা থাকবে।
জনবান্ধব পুলিশের সেবা নিন, এলাকার অপরাধ ও অন্যায় কমিয়ে দিন। পুলিশের সঙ্গে জনগণের যাতে দুরত্ব সৃষ্টি না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে । তিনি বলেন, পর্যটন শিল্প খাত ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে। থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার আপতত পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এলাকার মানুষের শান্তিতে বসবাসে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার আরো বলেন, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা একান্ত প্রয়োজন।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো.।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.