বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে যে সব ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে দ্বিতীয় দিন থেকে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করবে টাইগররা। রোববার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনই ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোমিনুল হক। জবাবে দিন শেষে ১৪.১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬৭ রান করে জিম্বাবুয়ে। প্রথম দিনের খেলা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন।
দিনের খেলায় ব্যাটিং-বোলিং দুই ফরম্যাটে ব্যর্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মানসিক দিক থেকে ছেলেরা অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। নিজেদের উন্নতির ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা খুবই খারাপ খেলেছি। কিন্তু এটা বলা যাবে না যে আমরা চেষ্টা করছি না।
সোমবার দিনের শুরু থেকে ম্যাচের চেষ্টা থাকবে জানিয়ে কোচ সালাহউদ্দিন বলেন, যে জায়গাগুলোতে আমাদের উন্নতি করার দরকার চেষ্টা করছি সেই জায়গায় যেন উন্নতি করা যায়। আজকে ব্যাটিং মোটেও ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করবো এই জায়গা থেকে আমরা কিভাবে ম্যাচে তাড়াতাড়ি ফিরতে পারি।
কোন কোন জায়গায় উন্নতি করা দরকার এমনটা জানতে চাইলে কোচ বলেন, ‘শান্ত ও মুমিনুল সেট হয়ে গিয়েছিল। কিন্তু ভুল শট খেলে আউট হয়েছে। ভালো বোলারের বিরুদ্ধে তারা কঠিন সময় কাটিয়ে উঠেছিল। শান্তর শটটা মারার বল ছিল না। সেটা সে নিজেও স্বীকার করেছে। মিরাজকে এই লেভেলে আরো ভালো করতে হলে শর্ট বলে উন্নতি করতে হবে। নয়তো ওকে প্রতিপক্ষরা ওই জায়গাতেই বারবার অ্যাটাক করবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.