নড়াইল জেলা শহরের রুপগঞ্জ এলাকায় ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: সোহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: সরোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মো: আবু কাওসার,ডা: আরাফাত হোসেন, ডা: মাহমুদুল হাসান প্রমূখ।আলোচনা সভা শেষে আগত রোগীদের সুস্থতা ও হাসপাতালটির উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: সরোয়ার হোসেন বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন চক্ষু ও মাথাব্যাথা রোগী, চোখের ছানি পড়া,ঝাপসা দেখা,নেত্রনালীসহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হবে।
এছাড়া রেটিনা, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞরাও রোগী দেখবেন এবং অপারেশন করবেন। উদ্বোধনী দিনে শতাধিক নারী-পুরুষকে ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.