নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার,উপজেলাকৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম,উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিলসহ উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণীরা।
কৃষি প্রযুক্তিমেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ,আন্তফসল,ফসল আইলে লতানো সবজি চাষ,বস্তায় সবজি ও আদা চাষ,নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি ষ্টল প্রদর্শন করা হয়েছে।মেলা উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.