জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুষ লেনদেনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা- কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুষ লেনদেন করার অভিযোগ পায় দুদক।
এর পরিপ্রেক্ষিতে আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে তথ্য সংগ্রহ করে। টিমের সদসরা নির্বাচন কমিশন অফিসের আশপাশের কম্পিউটার দোকানদার এবং ভ্রাম্যমান দালাল চক্র অর্থের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার বিষয়ে সত্যতা পায়।
এ সময় দুইজন দালালকে হাতেনাতে ধরা হয় এবং ওই অফিসের দুইজন কর্মচারী জড়িত থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।অভিযানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি তদন্ত করা হয়। তদন্তে কমিশন ও প্রকল্পের কয়েকজন কর্মচারীর জড়িত থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়। দুদকের এনফোর্সমেন্টে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরবর্তীতে প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.