বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, একটি মহল ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র বীর মুক্তিযোদ্ধারা রুখে দেবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যদি আমরা এগিয়ে যাই তাহলে কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-১০ নির্বাচনি এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগ মহান হালিশহর নয়া বাজার বিশ্বরোড মোড়ে র্যালিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে ভারতে নির্বাসিত কর্তৃত্ববাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের সার্বভৌমত্ব বিরোধী তাদের যেকোনো চক্রান্ত দেশের জনগণ এবং বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে। নোমন আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কারের গতি বাড়িয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না।
কারণ নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে। হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ছাড়াও এএম নাজিম উদ্দীন, শামসুল আলম, মহানগর, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাঈদ আল নোমান, শেখ নুরুল্লাহ বাহার, জসীম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, জেলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেন, মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো দলের একক কৃতিত্ব নয়।
১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে আমাদের স্বাধীনতা অর্জন অনেক বিলম্বিত হত। সেদিন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বশূন্যতা ও সিদ্ধান্তহীনতার কারণেই মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। তিনি বলেন, শহিদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। শহিদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল।
শহিদ জিয়া স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোনো রাজনৈতিক সুবিধা গ্রহণ করেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং মুক্তিযুদ্ধের কৃতিত্বের মিথ্যা দাবি করে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমে দুর্নীতি ও লুটপাট করেছে। সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি হালিশহর নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে বড়পুল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যানার, ফেস্টুন নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.