ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা শিক্ষণীয় হয়ে থাকবে : দেবপ্রিয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঐক্য জাতির মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার পরিবারসহ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে : আশরাফুল জুলাই অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা অন্তর্ভুক্তিমূলক ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সব দল ঐকমত্যে পৌঁছেছে : আসিফ নজরুল ‘গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি’ ঘোষিত

পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২ বার পড়া হয়েছে

পাকিস্তান থেকে (সরকার থেকে সরকার) জিটুজি পদ্ধতিতে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে পাকিস্তান থেকে ‘জিটুজি’ পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল কেনার প্রস্তাব দেয়।

প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। প্রতি টন আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের পৃথক একটি প্রস্তাবের আলোকে কমিটি একই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়।

সিডি ভ্যাট বাদে এ পরিমাণ চাল কিনতে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৫৪ দশমিক ১৪ ডলার। সূত্র জানিয়েছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র অনুমোদন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার

আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পাকিস্তান থেকে (সরকার থেকে সরকার) জিটুজি পদ্ধতিতে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে পাকিস্তান থেকে ‘জিটুজি’ পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল কেনার প্রস্তাব দেয়।

প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। প্রতি টন আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের পৃথক একটি প্রস্তাবের আলোকে কমিটি একই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়।

সিডি ভ্যাট বাদে এ পরিমাণ চাল কিনতে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৫৪ দশমিক ১৪ ডলার। সূত্র জানিয়েছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র অনুমোদন রয়েছে।