পিকেকে নেতা ওকালানকে সস্ত্রাস ছাড়তে বলেছে তুরস্ক
- আপডেট সময় : ১১:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
তুরস্কের প্রো-কুর্দি ডিইএম দলের একটি প্রতিনিধি দল জেলে থাকা পিকেকে নেতা আব্দুল্লাহ ওকালানের সাথে শনিবার দেখা করেছে। ইস্তাম্বুল থেকে এএফপি’ এ কথা জানায়। ডিএমই এর একটি সূত্র বলেছে, পিকেকে নেতা ওকালানের সাথে ইকুয়ালিটি এবং ডেমক্রেসি (ডিইএম) পার্টির কোনো প্রতিনিধি দলের দশ বছরের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। কিন্তু কীভাবে ইস্তাম্বুলের ওই নির্জন দ্বীপে তারা পৌঁছালেন সে বিষয়ে কিছু বলেননি।
ডিএমই এর দু’জন আইনজীবী প্রতিনিধি ওকালানের সাথে দেখা করেছেন। ডিইএমের পূর্বসূরী এইচডিপি পার্টির প্রতিনিধিরা শেষবার ২০১৫ সালে ওকালানের সাথে দেখা করেছিল।শুক্রবার তুরস্কের সরকার ডিইএমকে ওকালানের সাথে দেখা করার অনুমতি দেয়। এই ওকালান প্রায় অর্ধশতাব্দী আগে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি পিকেকে প্রতিষ্ঠা করেন। যিনি ১৯৯৯ সাল থেকে ঐতিহাসিক ইস্তাম্বুলের এক নির্জন কারাগারে বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন।
তুরস্কের ইকুয়ালিটি এবং ডেমক্রেসি পার্টির কো-চেয়ারম্যান তুনসার বাকিরহান এ প্রসঙ্গে ইরাক সীমান্তের কাছাকাছি উলুদেরেতে সাংবাদিককদের বলেছেন, এর ফলে (ওকালানের সাথে সাক্ষাৎ) কুর্দি ইস্যুতে গণতান্ত্রিক সেটেলমেন্টে এক নতুন দশকের সূচনা হবে। তুনসার বাকিরহান ২০১১ সালে উলুদেরেতে তুর্কি বিমান হামলায় নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। যে হামলায় ৩৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছিল।
পিকেকে ইস্তাম্বুল ও তার পশ্চিমা মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহিৃত। ওকালানের সাথে শনিবার ডিইএম’র এই সাক্ষাৎ সম্ভব হয়েছে এ জন্য যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাতীয়তাবাদী জোট সম্প্রতি ওকালানকে পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়েছে। বলেছে, তাকে সন্ত্রাস পরিহার করতে হবে।