পুবালী ব্যাংকের মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন
- আপডেট সময় : ১১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২৩-২৪’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (একিউরিং) ২০২৩-২৪’ ক্যাটাগরিতে মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের মাধ্যমে শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অবদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা এবং বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল।