রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা কার্যালয়ের ডিউটি অফিসার লিনা খানম এ তথ্য নিশ্চিত করেছেন,। তিনি বলেন, আজ সকাল ৯.১৭ মিনিটে আগুন লাগার তথ্যটি জানার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৯.২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১১.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে প্রথমে দোতলায় আগুন লাগলেও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.