পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক : সারজিস
- আপডেট সময় : ১১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও নাগরিক কমিটির সহ মুখপাত্র সারজিস আলম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি জানান।
ওই পোস্টে সারজিস আলম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে উল্লেখ করে লেখেন, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দেশের অধিকাংশ সাধারণ মানুষের চেয়ে বেশি সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে সন্তান লালন-পালন করেও এই এক্সট্রা বৈষম্যমূলক কোটা সুবিধা নিতে চায়, তারা আর যাই হোক বিবেকবোধসম্পন্ন মানুষ হতে পারে না।
মাঠে কাজ করা দিনমজুর, রিকশাচালক, শ্রমিকসহ দিনে এনে দিনে খাওয়া মানুষের সন্তানদের বিপরীতে গিয়ে এই কোটা সুবিধা নেওয়া আপনার দুর্বল ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে, আপনার আত্মসম্মানের মানদণ্ড সেট করে, আপনার আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও লেখেন, সারাদিন সরকার, দেশ, মানুষ নিয়ে হাজারটা সমালোচনা করলাম আর নিজের বেলা মুখে কুলুপ এঁটে বসে থাকলাম অথবা বৈষম্যের পক্ষে সাফাই গাইলাম; এমন ডাবল স্ট্যান্ডার্ড ভণ্ডামির বহিঃপ্রকাশ।
দেশ পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজে পরিবর্তন হতে হবে, নিজের মানসিকতার পরিবর্তন করতে হবে, নিজের দায়িত্বটুকু পালন করতে হবে বলে মন্তব্য করে সারজিস আরও লেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটার বিরুদ্ধে যে আওয়াজ শুরু হয়েছে সে আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে।