প্রকল্পের কাজে যাতে স্বচ্ছতা থাকে এবং মানের ব্যাপারে কোনো অভিযোগ না আসে সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করারও নির্দেশ দেন।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সালের এপ্রিল পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। প্রকল্পে অনিয়মের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, প্রকল্পে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে।
প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না। প্রকল্পে দুর্নীতি হয় বলেই জনমনে ধারণা রয়েছে উল্লেখ করে ফারুক ই আজম বলেন, জনগণ এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে। তিনি বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়, যা মোটেই কাম্য নয়।
সেজন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করতে কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রকল্প রয়েছে ৯ টি। চলমান প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ৯৩১ কোটি ৪০ লাখ টাকা।
গত এপ্রিল মাস পর্যন্ত ব্যয় হয়েছে ৩৪৪ কোটি ২৬ লাখ টাকা। প্রকল্পের ব্যয় অনুযায়ী এপ্রিল পর্যন্ত ব্যয়ের হার ৫৬ দশমিক ২৫ শতাংশ। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.