ফেনী প্রতিনিধি : ফেনী জেলা সদরে আজ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সরকারি কলেজে চারদিন ব্যাপী তারুণ্যের মেলা শেষ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় তারুণ্যের উৎসবে জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।শনিবার দিনভর শিক্ষার্থীরা মেলা মঞ্চে নাচ-গানে মেতে উঠে। মেলার শেষদিন ছুটির দিন হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে পরিবার নিয়ে কলেজ মাঠে ঘুরে বেড়ান।
এ মেলায় মোট ৩১টি স্টলের মধ্যে কয়েকটি স্টলে জুলাই-আগস্টের বিভিন্ন প্রদর্শনী, বই, গাছ প্রভৃতির পাশাপাশি অনেক স্টলে ছিল হরেক রকমের পিঠা-পুলি। মেলাকে ঘিরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল। মেলায় রোভার স্কাউটস স্টলে সিনিয়র রোভার নুসরাত খানম আনিকা জানান, তারা ২৫ জন মিলে স্টলটি সাজিয়েছেন। শনিবার শেষদিনে ১৮ রকমের পিঠা-পুলি রাখা হয়েছে। বিক্রিও আশানুরূপ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.