ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখায় ফ্যাসিস্ট তৈরি হয়েছিল সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে: ইসি সানাউল্লাহ চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় নিহত ৬ জন বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ গেজেট আকারে প্রকাশ রাজনীতিবিদরা মনে করেন, এ দেশে চিকিৎসার প্রয়োজন নেই: রুমিন ফারহানা ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৩৪৩ জনকে আর্থিক অনুদান সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন সীমান্তের কুরস্ক অঞ্চল পরিদর্শনে পুতিন: ক্রেমলিন

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ গতকাল বুধবার নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের কক্সবাজারে ছয়টি ফিশিং ট্রলার আটক করে।আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ট্রলারসমূহে তল্লাশি চালিয়ে ১০৩ জন জেলেকে আটকসহ ১৩ হাজার ৫০০ পিস ইলিশ, অন্যান্য প্রজাতির মাছ ৮৫ কেজি এবং ৪.৫৫ লাখ মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১৬ লাখ টাকার বেশি।

আটককৃত জেলেরা ভোলা এবং হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর নিকট হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে।

আইএসপিআর জানায়, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অপারেশন-২০২৫ বাস্তবায়নে নৌবাহিনী দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চলমান এ অভিযানে নৌবাহিনী এখন পর্যন্ত প্রায় ১৫৭ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে। সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্য সম্পদ এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। অপরদিকে বুধবার মধ্যরাতে গোয়েন্দা সংস্থা তথ্যেও ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানে পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ জব্দ করা হয়। ঔষধসমূহের মধ্যে রয়েছে- সেডিল ইনজেকশন (ডিয়াজিপাম বিপি ১০ এমজি/এম্পল) ২ হাজার ৬৯৫ পিস, সেডিল ট্যাবলেটস (ডিয়াজিপাম বিপি ৫ এমজি) ১ লাখ ১৫ হাজার ৫২০ পিস ও যলিয়াম ০.৫ (এলপ্যারাযোলাম ০.৫ এমজি) ২৩ হাজার ৫২০ পিস। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাইট্যংপাড়া পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত ঔষধসমূহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

আপডেট সময় : ১২:২৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ গতকাল বুধবার নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের কক্সবাজারে ছয়টি ফিশিং ট্রলার আটক করে।আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ট্রলারসমূহে তল্লাশি চালিয়ে ১০৩ জন জেলেকে আটকসহ ১৩ হাজার ৫০০ পিস ইলিশ, অন্যান্য প্রজাতির মাছ ৮৫ কেজি এবং ৪.৫৫ লাখ মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১৬ লাখ টাকার বেশি।

আটককৃত জেলেরা ভোলা এবং হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর নিকট হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযানে নিয়োজিত রয়েছে।

আইএসপিআর জানায়, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অপারেশন-২০২৫ বাস্তবায়নে নৌবাহিনী দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চলমান এ অভিযানে নৌবাহিনী এখন পর্যন্ত প্রায় ১৫৭ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেছে। সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্য সম্পদ এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। অপরদিকে বুধবার মধ্যরাতে গোয়েন্দা সংস্থা তথ্যেও ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানে পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ জব্দ করা হয়। ঔষধসমূহের মধ্যে রয়েছে- সেডিল ইনজেকশন (ডিয়াজিপাম বিপি ১০ এমজি/এম্পল) ২ হাজার ৬৯৫ পিস, সেডিল ট্যাবলেটস (ডিয়াজিপাম বিপি ৫ এমজি) ১ লাখ ১৫ হাজার ৫২০ পিস ও যলিয়াম ০.৫ (এলপ্যারাযোলাম ০.৫ এমজি) ২৩ হাজার ৫২০ পিস। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাইট্যংপাড়া পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত ঔষধসমূহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।