বাংলাদেশকে বারবার স্বৈরাচারের কবলে পড়তে দেওয়া হবে না: জাহিদুল ইসলাম

- আপডেট সময় : ১২:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহিদদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদ নতুন করে কায়েম হতে দেওয়া যাবে না। এজন্য যদি জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, যদি রক্ত দিতে হয়-আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব। কোনো অবস্থাতেই এ বাংলাদেশকে বারবার স্বাধীনতা অর্জন করা, আবার স্বাধীনতা হারানো, বারবার স্বৈরাচারের কবলে পড়তে দেওয়া হবে না।
বুধবার বিকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত এক ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সংস্কার না নির্বাচন এ নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হচ্ছে না, দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে। তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে- নির্বাচন বেশি দীর্ঘায়িত না করা, আবার সংস্কার না করে তাড়াহুড়া করে নির্বাচন না করা। একটি যৌক্তিক সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ সম্পন্ন করার উদ্যোগ নেবেন এবং সম্পন্ন করবেন।
জাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশে বিগত ১৫টা বছর যারা দেশপ্রেমের বয়ান তুলে একাত্তরের চেতনার কার্ড দেখিয়ে দেখিয়ে যে পরিমাণ অর্থ এখান থেকে পাচার করেছে, সেই অর্থ দিয়ে বাংলাদেশে চারবারের বাজেট করা সম্ভব ছিল। তাহলে দেখুন বিভিন্ন বয়ান দিয়ে এই দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই দেশে দেশপ্রেম, সততা কেউ লালন করেনি। এজন্য আগামী প্রজন্মকে সততার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সাবেক কয়েকজন দায়িত্বশীল বক্তব্য রাখেন। এরপর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চ্যালেঞ্জ; এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। তিনি আরও বলেন, আমরা একটি আদর্শিক বিজয় চাই। এজন্য প্রয়োজনে জীবন দিতে হলেও সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সুধী-সমাবেশে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।