অবশেষে ফুরালো অপেক্ষা। দীর্ঘ জটিলতা শেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছেন, আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি, দ্রুতই দেখা হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
গত আগস্টেই তিনি বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন। হামজার পক্ষ থেকে তখন পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাইপর্বে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.