ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন আজ বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের উপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ। দুই দিনব্যাপী সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪ উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তার নির্বাচনী প্রচারণার অংশ।
ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই। রাজধানীর উপকণ্ঠে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টার এ সম্মেলনের আয়োজন করে। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না। তিনি বলেন, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো। হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই।
তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.