বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন এবং পাবলিকেশনন্স বিভাগের পরিচালক ও সহকারি মুখপাত্র সাঈদা খানম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতকর্তার কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হতে পারেন।
এক্ষেত্রে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ এ ধরনের বিজ্ঞপ্তির সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে কোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.