ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই : মির্জা ফখরুল নির্বাচনে কারা আসবে বা আসবে না, সেই সিদ্ধান্ত কমিশনের : বদিউল আলম চাঁদাবাজি আগেও হয়েছে এখনো হচ্ছে, শুধু হাতবদল হয়েছে: ডা. শফিকুর রহমান গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহ্বান গত ৫ আগষ্ট পুলিশের লুট হওয়া ১টি অস্ত্র উদ্ধার শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ডিসেম্বরের ২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক

বাংলাদেশ ৩ মাসে ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ গত তিন মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে’। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত তিন মাসে মোট ২,২২,৮২১ বাংলাদেশী শ্রমিক বিদেশে গিয়েছিল। তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর আওতায় ৪ হাজার ৪২৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন।প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয়, অন্তর্বর্তীকালিন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে তিন লাখ করে টাকা দিয়েছেন।

রিপোর্টে বলা হয়, আহত ও অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ ১.৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট ৪.৩২ কোটি টাকা প্রদান করা হয়েছে।এছাড়াও, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে গত তিন মাসে ১২ কোটি ৩৯ লাখ টাকার বীমার অর্থ বিতরণ করা হয়েছে।

অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের মধ্যে প্রায় ১.৯৭ কোটি টাকা শিক্ষাগত সহায়তা হিসাবে বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, এ সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবাসন ঋণ হিসাবে ৯,৯৮৯ জন অভিবাসী শ্রমিকদের মধ্যে মোট ২১৬.৩৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পুনর্বাসন ঋণ খাত থেকে ৮১১ জন প্রবাসী শ্রমিকের মধ্যে ২২.৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত কাজের সমন্বয়ের জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে, যেখানে অভিবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তা প্রদানে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এদিকে, গত ৫ অক্টোবর ২০২৪ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (ডব্লিউইডব্লিউবি) মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি বোর্ডের সঙ্গে (পিইআরকেইএসও) একটি সহযোগিতার স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে যাতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে পিইআরকেইএসও’র মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ৩ মাসে ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে

আপডেট সময় : ১০:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ গত তিন মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে’। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত তিন মাসে মোট ২,২২,৮২১ বাংলাদেশী শ্রমিক বিদেশে গিয়েছিল। তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর আওতায় ৪ হাজার ৪২৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন।প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয়, অন্তর্বর্তীকালিন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে তিন লাখ করে টাকা দিয়েছেন।

রিপোর্টে বলা হয়, আহত ও অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ ১.৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট ৪.৩২ কোটি টাকা প্রদান করা হয়েছে।এছাড়াও, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে গত তিন মাসে ১২ কোটি ৩৯ লাখ টাকার বীমার অর্থ বিতরণ করা হয়েছে।

অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের মধ্যে প্রায় ১.৯৭ কোটি টাকা শিক্ষাগত সহায়তা হিসাবে বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, এ সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবাসন ঋণ হিসাবে ৯,৯৮৯ জন অভিবাসী শ্রমিকদের মধ্যে মোট ২১৬.৩৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পুনর্বাসন ঋণ খাত থেকে ৮১১ জন প্রবাসী শ্রমিকের মধ্যে ২২.৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত কাজের সমন্বয়ের জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে, যেখানে অভিবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তা প্রদানে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এদিকে, গত ৫ অক্টোবর ২০২৪ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (ডব্লিউইডব্লিউবি) মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি বোর্ডের সঙ্গে (পিইআরকেইএসও) একটি সহযোগিতার স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে যাতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে পিইআরকেইএসও’র মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে পারে।