বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ ২০২৫ সেশনের রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ এ’র ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাজধানীর বুয়েট ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবার সন্ধ্যা অথবা রাতের মধ্যেই প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) জানতে পারবেন। এবারের ফেইজ এ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ২৮ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল এক হাজার ৭শ’ ১৮ জন, সার্জারি অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল দুই হাজার ৩শ’ ৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে পরীক্ষার্থীর সংখ্যা হল ২শ’ ৩৬ জন, ডেন্টাল অনুষদে ২শ’ ৮১ জন এবং শিশু অনুষদে ৪শ’ ৬ জন পরীক্ষার্থী রয়েছে।
এবারে মোট আসন সংখ্যা হল এক হাজার ৬শ’ ৩৬টি। এরমধ্যে মেডিসিন অনুষদে আসন সংখ্যা ৫শ’ ৪৬টি, সার্জারি অনুষদে ৬শ’ ৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২শ’ ৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১শ’ ৫০টি আসন রয়েছে। হল পরিদর্শনকালে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আকতারুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, একান্ত সচিবগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.