অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিগত সরকারের আমলে দাবি উত্থাপিত হলে রাষ্ট্র তাদের উপর ঝাপিয়ে পড়ত। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর দাবি উত্থাপনের সুযোগ এসেছে। তাই এসব ক্ষেত্রে বর্তমান সরকার নমনীয় রয়েছে। দাবি প্রত্যাশীদের তাড়াহুড়ো আছে, কিন্তু আমরা সংবেদনশীলতার সাথে নিয়মের মধ্যে থেকে তা সমাধানের চেষ্টা করছি।
আজ বুধবার বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ছাত্র আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাহিত্য পরিষদ আয়োজিত ফরিদপুরে ‘আগামীর শিক্ষা: প্রেক্ষিত বর্তমান’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদ এর সভাপতি মফিজ ইমাম মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমাজকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.