মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য নীতি বিশ্লেষক এমিলি অ্যাশবি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ’র প্রশাসক প্রশাসক আনোয়ার হোসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।
বৈঠকে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। বিজিএমইএ নেতারা কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পের অগ্রগতি তুলে ধরেন। পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সাথে সাথে যেন দায়িত্বশীলতার সাথে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিজিএমইএ উভয় প্রতিনিধিই বাংলাদেশের পোশাক শিল্পকে আরো টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসাথে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরো বাড়াতে টিকফা’র মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.