ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ অপকর্ম করছে: মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ দেশজুড়ে অপকর্ম করছে। এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তারা টিকে থাকার চেষ্টা করছে। ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের মাঠে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমার একটা এলাকায় ১০০ কর্মী আছে, এতে দু’জন কর্মী খারাপ, কিন্তু আমার ৯৮জন কর্মীতো খারাপ না। সুতরাং, দু’জন লোকের জন্য আমার সব কর্মী কালিমা লিপ্ত হবে, এটা হতে দেওয়া যাবে না। দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এই কথা মনে রাখবেন, বিএনপিতে কোনো অপকর্মকারী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজের জায়গা হবে না।

জননিরাপত্তার জন্য হুমকি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’বাংলাদেশ কারও তালুকদারি নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না, কেন রে ভাই, কেন? বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, যার কারণে যা খুশী তাই হয়েছে। তবে এই নতুন বাংলাদেশ কারও তালুকদারি নয়। এই বাংলাদেশ জনগণের। তাই আজকে যারা আওয়ামী লীগের মতো কথা বলছেন, তদের বলতে চাই- ‘কথা মেপে বলবেন। এমন কোনো কথা বলবেন না, যাতে আমাদেরকেও বে-হিসাবি কথা বলতে হয়।

নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যারা লম্বা-লম্বা কথা বলেন, আজকে নির্বাচন করতে দেওয়া হবে না, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন জুলাই-আগস্টের আন্দোলনে তাদের ক’জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন? এক মাসে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করতে ৩১ দফা রূপরেখা দিয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন সামনে রেখে সংস্কার চলছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, ৩১ দফা দেখেন- এখানে সংস্কারের সব বিষয়ই উল্লেখ আছে। শুধুমাত্র সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি গ্রহণযোগ্য নয়।

যে কাজটি সাতদিনে করা সম্ভব সেটি কেনো সাতমাস সময় লাগাবে? যে কাজ একদিনে সম্ভব সেটি কেনো একমাস লাগাবে?মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধুমাত্র বিরোধীতার কারণে বিরোধীতা করে। কার্যকর কোনো বিরোধীতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধীতাই করে গেলো। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, মির্জা খোকন, নগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টুসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ অপকর্ম করছে: মির্জা আব্বাস

আপডেট সময় : ১২:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ দেশজুড়ে অপকর্ম করছে। এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তারা টিকে থাকার চেষ্টা করছে। ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের মাঠে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমার একটা এলাকায় ১০০ কর্মী আছে, এতে দু’জন কর্মী খারাপ, কিন্তু আমার ৯৮জন কর্মীতো খারাপ না। সুতরাং, দু’জন লোকের জন্য আমার সব কর্মী কালিমা লিপ্ত হবে, এটা হতে দেওয়া যাবে না। দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এই কথা মনে রাখবেন, বিএনপিতে কোনো অপকর্মকারী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজের জায়গা হবে না।

জননিরাপত্তার জন্য হুমকি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’বাংলাদেশ কারও তালুকদারি নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না, কেন রে ভাই, কেন? বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, যার কারণে যা খুশী তাই হয়েছে। তবে এই নতুন বাংলাদেশ কারও তালুকদারি নয়। এই বাংলাদেশ জনগণের। তাই আজকে যারা আওয়ামী লীগের মতো কথা বলছেন, তদের বলতে চাই- ‘কথা মেপে বলবেন। এমন কোনো কথা বলবেন না, যাতে আমাদেরকেও বে-হিসাবি কথা বলতে হয়।

নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যারা লম্বা-লম্বা কথা বলেন, আজকে নির্বাচন করতে দেওয়া হবে না, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন জুলাই-আগস্টের আন্দোলনে তাদের ক’জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন? এক মাসে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করতে ৩১ দফা রূপরেখা দিয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন সামনে রেখে সংস্কার চলছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, ৩১ দফা দেখেন- এখানে সংস্কারের সব বিষয়ই উল্লেখ আছে। শুধুমাত্র সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি গ্রহণযোগ্য নয়।

যে কাজটি সাতদিনে করা সম্ভব সেটি কেনো সাতমাস সময় লাগাবে? যে কাজ একদিনে সম্ভব সেটি কেনো একমাস লাগাবে?মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধুমাত্র বিরোধীতার কারণে বিরোধীতা করে। কার্যকর কোনো বিরোধীতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধীতাই করে গেলো। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, মির্জা খোকন, নগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টুসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।