দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার রহমান সায়েম (১৬) এবং অটোরিকশা চালক নুর জামান(৩৫)। দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান আজ সোমবার রাত সাড়ে ১০ টায় এই তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহেজুল ইসলাম জানান, সোমবার রাত ১০ টায় নুরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
এদিকে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সোমবার রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মেসার্স আনুস এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ট ১৮৬৪০৯ নাম্বারের কাভার্ডভ্যান ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
নিহত সায়েম ইসলামের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর নিহত ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.