আজ থেকে শুরু হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাজ শুরু করেছেন। এই বছর, মস্কো এই জোটের সভাপতিত্ব করছে। স্বাগতিক দেশ হিসেবে রাশিয়ান নেতা ইভেন্টে অংশ নিবেন।
কাজান থেকে বার্তা সংস্থা তাস জানায়, আগত নেতৃবৃন্দের জন্য একটি বন্ধুত্বপূর্ণ নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীর্ষ সম্মেলনটি সন্ধ্যায় শুরু হবে। তবে তার আগে পুতিন এক ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু করবেন, যা নৈশভোজের পরে এবং আগামী দিনে অব্যাহত থাকবে।
আজ রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলবেন। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গেও কথা বলবেন পুতিন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে দায়িত্ব নেওয়ার পর রুসেফের সঙ্গে এটি হবে পুতিনের তৃতীয় বৈঠক।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.