ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
ভারতের কেরালায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে পাঁচ এমবিবিএস শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে কেরালার কালারকোডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে,সংঘর্ষে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া বাসটিরও মারাত্মক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি কেটে নিহতদের মরদেহ বের করে আনা হয়েছে।
নিহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা হচ্ছেন: মোহাম্মদ, মুহসীন, ইব্রাহীম ও দেবানন্দ। তাদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর দুই জন মারা যায়।
দুর্ঘটনায় আরো দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের আলাপ্পুজা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছে, শিক্ষার্থীদের গাড়িটি ওভারটেক করতে গেলে যাত্রীবাহী বাসটির সঙ্গে সংঘষেরও ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।