ভারতের কোনো জায়গা দখলের ক্ষমতা বাংলাদেশের নেই : মমতা
- আপডেট সময় : ১১:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
সম্প্রতি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়ে কড়া সমালোচনার মুখে পড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরেক মন্তব্য করে আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মন্তব্যের জেরে মমতা বলেছেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন, আপনারা ভালো থাকবেন। আপনারা দখল করবেন, আর আমরা কি ললিপপ খাব? সোমবার (৯ ডিসেস্বর) বিধানসভায় বক্তব্যে তিনি হুংকার দিয়ে বললেন, ‘পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গা দখলের ক্ষমতা বাংলাদেশের নেই।
বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছেন। মমতা বলেন, আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের রাজ্য সরকারের নীতি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের দিকে ইঙ্গিত করে মমতা বলেন, আমরা আশাবাদী সচিব গিয়েছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে।
তিনি আরও ব্বলেন, আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটিই আমাদের অনুরোধ।এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক।