বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ভারত কখনও বাংলাদেশের কল্যাণ চায়নি। স্বাধীনতার ৫৩ বছর আগে আমাদের পাশে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধার করাই ছিল তাদের মূল টার্গেট। তারা বিগত দিনগুলোতে এর প্রতিষ্ফলন ঘটিয়েছে। আপনারা কেউ বলতে পারবেন না ভারত কখনও বাংলাদেশের স্বার্থে বন্ধুসুলভ আচরণ করেছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস’র উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বত্তৃদ্ধতায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের রহমাতুল্লাহ বলেন, একটা কথা বারবার বলা হয়, ভারত নাকি যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছে, আমি এই বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি।
ভয়েস অব টাইমস’র সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বত্তৃদ্ধতা করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, ভয়েস অব টাইমস’র সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহ-দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.