ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে : মির্জা ফখরুল মতিঝিল আরামবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে: পরিবেশ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ বিচার শেষ হওয়ার আগে আ. লীগের কার্যক্রম-নিবন্ধন স্থগিত করতে হবে : রাশেদ খান ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত উত্তরবঙ্গের বৈষম্য ঘোচাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার : আসিফ মাহমুদ সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বড় দিন উদযাপিত জাহাজে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা ৭ জনকে: র‍্যাব

মতিঝিল আরামবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. জুয়েল মিয়া (২৮) ও মো. কারিম (২২)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মতিঝিল থানা এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও করিমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মতিঝিল আরামবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. জুয়েল মিয়া (২৮) ও মো. কারিম (২২)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মতিঝিল থানা এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও করিমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।