ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমদানি-রফতানি সহজ করতে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে : মির্জা ফখরুল আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করবে বিটিসিএল ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই : ডা. শফিকুর রহমান আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল হাইকোর্টের একটি বেঞ্চে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচার কার্যক্রম জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে স্মৃতিচিহ্ন তৈরি করছি : উপদেষ্টা আদিলুর আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে সকলে মিলে কাজ করেই প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, নিহত ১

মনোহরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের দাবি ইউনিয়নবাসীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের দাবি ইউনিয়নবাসীর। ইউনিয়ন দুটি হলো : ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ ও ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ দুটির পরিবর্তিত নাম হবে ৫ নং পোমগাঁও ইউনিয়ন পরিষদ ও ৪ নং লালচাঁদপুর ইউনিয়ন পরিষদ।

মনোহরগঞ্জ থানা ভবন ঝলম গ্রামের ভিতরে অবস্থিত। সে সুবাদে ইউনিয়ন দুটির নাম ঝলম দক্ষিণ ও ঝলম উত্তর রাখা হয়েছে বলে ধারণা করা হয়। অথচ ইউনিয়ন দুটি পোমগাঁও বাজার ও লালচাঁদপুর বাজার মধ্যে অবস্থিত। উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলো অবস্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলা বিগত ২৬ আগস্ট ২০০৪ তারিখ নিকার এর ৯০তম বৈঠকে ১১টি ইউনিয়নের সমন্বয়ে মনোহরগঞ্জ উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর ০৫/০২/২০০৫ তারিখ হতে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

মনোহরগঞ্জ উপজেলায় বর্তমানে ১১টি ইউনিয়ন রয়েছে। ১টি ফাঁড়ি থানা (পুলিশ তদন্ত কেন্দ্র) উপজেলার প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। ইউনিয়নসমূহ:১নং বাইশগাঁও, ২নং সরসপুর, ৩নং হাসনাবাদ, ৪নং ঝলম উত্তর, ৫নং ঝলম দক্ষিণ, ৬নং মৈশাতুয়া, ৭নং লক্ষণপুর, ৮নং খিলা, ৯নং উত্তর হাওলা, ১০নং নাথেরপেটুয়া, ১১নং বিপুলাসার।

তৎকালীন মেল্লা শহর বর্তমান লাকসামস্থ ঘাগরিয়া খালের পাড়ে অবস্থিত মেল্লারের দিকে খরস্রোতা নদী পথে যেতে ডাকাতিয়া নদী ও ঘাগরিয়া নদীর মোহনায় ব্যবসায়ীদের মনোহরণকারী স্থান হিসেবে মনোহরগঞ্জের নামকরণ হয় মর্মে কথিত আছে। পাট ব্যবসায়ীক কেন্দ্রস্থল মনোহরগঞ্জ পরবর্তীকালে গঞ্জে রূপান্তরিত হয় মর্মে অনেকে মনে করেন। কারো-কারো মতে মনোহর নামে একজন মৃৎশিল্প/কুম্বকার এনে গড়ে তোলে ছিলেন হাড়ি-পাতিলের কারখানা।

ব্যবসায়ীরা তার নামকে ঐতিহ্য হিসেবে স্থানের নামকরণ করেন মনোহরগঞ্জ। ঐতিহাসিক সত্যতা যাই হোক না কেন, মনোহরগঞ্জ একটি মনমুগ্ধকর প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান যাহা ০৩ (তিন)টি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোহরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের দাবি ইউনিয়নবাসীর

আপডেট সময় : ১১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের দাবি ইউনিয়নবাসীর। ইউনিয়ন দুটি হলো : ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ ও ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ দুটির পরিবর্তিত নাম হবে ৫ নং পোমগাঁও ইউনিয়ন পরিষদ ও ৪ নং লালচাঁদপুর ইউনিয়ন পরিষদ।

মনোহরগঞ্জ থানা ভবন ঝলম গ্রামের ভিতরে অবস্থিত। সে সুবাদে ইউনিয়ন দুটির নাম ঝলম দক্ষিণ ও ঝলম উত্তর রাখা হয়েছে বলে ধারণা করা হয়। অথচ ইউনিয়ন দুটি পোমগাঁও বাজার ও লালচাঁদপুর বাজার মধ্যে অবস্থিত। উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলো অবস্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলা বিগত ২৬ আগস্ট ২০০৪ তারিখ নিকার এর ৯০তম বৈঠকে ১১টি ইউনিয়নের সমন্বয়ে মনোহরগঞ্জ উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর ০৫/০২/২০০৫ তারিখ হতে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

মনোহরগঞ্জ উপজেলায় বর্তমানে ১১টি ইউনিয়ন রয়েছে। ১টি ফাঁড়ি থানা (পুলিশ তদন্ত কেন্দ্র) উপজেলার প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। ইউনিয়নসমূহ:১নং বাইশগাঁও, ২নং সরসপুর, ৩নং হাসনাবাদ, ৪নং ঝলম উত্তর, ৫নং ঝলম দক্ষিণ, ৬নং মৈশাতুয়া, ৭নং লক্ষণপুর, ৮নং খিলা, ৯নং উত্তর হাওলা, ১০নং নাথেরপেটুয়া, ১১নং বিপুলাসার।

তৎকালীন মেল্লা শহর বর্তমান লাকসামস্থ ঘাগরিয়া খালের পাড়ে অবস্থিত মেল্লারের দিকে খরস্রোতা নদী পথে যেতে ডাকাতিয়া নদী ও ঘাগরিয়া নদীর মোহনায় ব্যবসায়ীদের মনোহরণকারী স্থান হিসেবে মনোহরগঞ্জের নামকরণ হয় মর্মে কথিত আছে। পাট ব্যবসায়ীক কেন্দ্রস্থল মনোহরগঞ্জ পরবর্তীকালে গঞ্জে রূপান্তরিত হয় মর্মে অনেকে মনে করেন। কারো-কারো মতে মনোহর নামে একজন মৃৎশিল্প/কুম্বকার এনে গড়ে তোলে ছিলেন হাড়ি-পাতিলের কারখানা।

ব্যবসায়ীরা তার নামকে ঐতিহ্য হিসেবে স্থানের নামকরণ করেন মনোহরগঞ্জ। ঐতিহাসিক সত্যতা যাই হোক না কেন, মনোহরগঞ্জ একটি মনমুগ্ধকর প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান যাহা ০৩ (তিন)টি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।