বিশ্ব খ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের-২০২৪ সালের বর্ষ সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর টাইমের সাথে এক সাক্ষাতকারে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়। ধার করা অস্ত্র-অর্থ দ্বারা আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামি।
টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্সসেরা ব্যডক্ত নির্বাচিত হওয়ার পরগত ১২ ডিসেম্বর তার এই সাক্ষাতকারটি ছাপা হয়। টাইম ম্যাগাজিনের এক প্রতিবদেনে এ কথা বলা হয়েছে। তিনি বলেছেন, ‘যা ঘটেছে বা এখনো ঘটছে,তা পাগলামি।’ রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে।
আমরা কেন এটা করছি? আমরা কেবল এই যুদ্ধে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে । এটা আর চলতে দেয়া যায়না। ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তার আমলে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন ঐ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বলেছেন প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের তিনি দ্রুত অবসান চান। টাইমকে ট্রাম্প বলেছেন, সাহায্য করার তার একটি ‘দারুণ’ পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি সেটা এখন ফাঁস করেন, তবে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে হয়ে য়াবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.