ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাপান ও ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থাকে একথা জানিয়েছে তারা। জেনেভা থেকে এএফপি জানায়, গত মাসে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) জমা দেওয়া ওই পরিকল্পনার নথি তাদের হাতে এসেছে।
এতে দেশগুলো বলেছে, মার্চ মাসে ট্রাম্প মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক বৃদ্ধি এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপে প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তাদের। এটি ২০১৮ সালে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদকালে আরোপিত শুল্কের সম্প্রসারণকে চিহ্নিত করে।
তিনটি দেশ এবং ইইউ পৃথকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে, তারা বিশ্বাস করে মার্কিন শুল্ক তথাকথিত সুরক্ষা ব্যবস্থার অনুপযুক্ত ব্যবহার। ওয়াশিংটন বলেছে, নতুন শুল্কগুলো সুরক্ষামূলক ব্যবস্থা, যা সাধারণত কেবল দেশীয় শিল্পগুলোকে হঠাৎ আমদানি বৃদ্ধি করা থেকে রক্ষা করতে আরোপ করা হয়েছে। এ আমদানি দেশীয় প্রতিষ্ঠানকে ক্ষতি করে।
১৬ এপ্রিল ইইউ ডব্লিওটি’কে বলেছে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্থানীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা বললেও এটা ডব্লিউটিও’র নিয়ম ও ন্যায্যতার অধীন নয়। ইইউ বলেছে, ৩০ দিনের বিজ্ঞপ্তির সময়সীমা দেওয়া হয়েছে। তারা ১৬ মে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় ‘ছাড় ও অন্যান্য বাধ্যবাধকতা’ স্থগিত করার পরিকল্পনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.