মালয়েশিয়ায় সোমবার গভীর রাতে আয়ার খেরোহ রেস্ট এবং সার্ভিস অব দ্য নর্থ-সাউথ এক্সপ্রেসওয়েতে তিনটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং ৩৩ জন আহত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ পর্যটকবাহী একটি বাস, একটি লরি ও একটি টয়োটা মাল্টিপারপাস যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি কুয়ালালামপুর থেকে এই খবর জানিয়েছে। এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক কন্যা শিশু রয়েছে। মহাসড়কের উভয়দিকে ১০ কিলোমিটার ভয়াবহ যানজটের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.