মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ভাটেরচর এলাকায় গতরাতে আলী আহম্মেদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান ভস্মীভূত এবং ১০টি দোকান আংশিক পুড়ে গেছে । বুধবার, রাত তিনটায়, ভাটেরচর এলাকায় আলী আহম্মেদ মার্কেটে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে আগুনের লেলিহান শিখা, আলী আহম্মেদ মার্কেট এবং আশ পাশ এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আহম্মেদ মার্কেটে বিদুৎ মিটারে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান পুড়ে গেছে। ১০টি দোকান আংশিক পুড়েছে । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.