এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে ‘মাই এমআরটি এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়।
এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাই এমআরটি এক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকা বাংলাদেশ (#JICABangladesh) ও # ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।
ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে। উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করা যাবে। প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন এবং অরিজিনাল কনটেন্ট আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সাথে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.