ইরানকে কড়া বার্তায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আর আটকাতে পারবে না। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ইরানে গত ২৬ অক্টোবর অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল দাবি করেছে, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। ইসরায়েলের এই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে আহ্বান জানায় যে তারা যেন আর পাল্টা হামলা না চালায়। তবে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত সোমবার খামেনির বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা। আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া।
সূত্রের বরাতে গত বুধবার অ্যাক্সিওস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে। এরপরেই গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বার্তা এলো বলে জানিয়েছে অ্যাক্সিওস। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আমরা ইরানিদের বলেছি এবার আর আমরা ইসরায়েলকে আটকে পারব না এবং আমরা নিশ্চিত হতে পারব না তারা কোথায় হামলা চালাবে।
মার্কিন এই কর্মকর্তা বলেছেন, তারা ইরানিদের সরাসরি এই বার্তা দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন থেকে তেহরানে সুইসের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে। তবে এনিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।
এদিকে ইসরায়েলি গোয়েন্দারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলা ইরাকি ভূখণ্ড থেকে যৌথভাবে চালাতে পারে ইরান। ইরানের রেভ্যুলেশনারি গার্ড কর্পস এবং শিয়া জঙ্গিরা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, আগামীর দিনগুলোতে এমন ঘটনা হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.