ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

রমজানের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলায় অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজার মনিটরিং কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।  আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ভোজ্যতেলের বাজার, মাছের বাজার, কাঁচাবাজার, মুরগী ও মাংস বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দ্রব্যমূল্য নিয়ে বাজার মনিটরিং কমিটি ভোক্তাদের সাথে কথা বলেন। পাশাপাশি রমজানের শুরুতে অভিযান পরিচালনা করা হলেও বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করে দেয়া হয়। তবে কোনো জরিমানা করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বাজার অস্থীতিশীল করা বা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে সতর্ক করেন জেলা প্রশাসক।

রাজিব কুমার সরকার বলেন, প্রথম দিনে কয়েকটি দোকানকে জরিমানা না করে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রমজান জুড়েই চলবে এই অভিযান।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ জেলা ভোক্তা অধিকার, জেলা কৃষি বিপণন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্টেট।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনও কাজ করছে। পাশাপাশি সড়কের দুইপাশে অবৈধভাবে স্থাপনার কারণে যে যানজট সৃষ্টি হয়, সেটা নিরসনেও কাজ করা হচ্ছে। এছাড়া বাজারে কেউ যেন সিন্ডিকেট গড়ে তুলতে না পারে, সেদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

রমজানের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলায় অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজার মনিটরিং কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।  আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ভোজ্যতেলের বাজার, মাছের বাজার, কাঁচাবাজার, মুরগী ও মাংস বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দ্রব্যমূল্য নিয়ে বাজার মনিটরিং কমিটি ভোক্তাদের সাথে কথা বলেন। পাশাপাশি রমজানের শুরুতে অভিযান পরিচালনা করা হলেও বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করে দেয়া হয়। তবে কোনো জরিমানা করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বাজার অস্থীতিশীল করা বা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে সতর্ক করেন জেলা প্রশাসক।

রাজিব কুমার সরকার বলেন, প্রথম দিনে কয়েকটি দোকানকে জরিমানা না করে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রমজান জুড়েই চলবে এই অভিযান।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ জেলা ভোক্তা অধিকার, জেলা কৃষি বিপণন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্টেট।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনও কাজ করছে। পাশাপাশি সড়কের দুইপাশে অবৈধভাবে স্থাপনার কারণে যে যানজট সৃষ্টি হয়, সেটা নিরসনেও কাজ করা হচ্ছে। এছাড়া বাজারে কেউ যেন সিন্ডিকেট গড়ে তুলতে না পারে, সেদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারী রয়েছে।