রমজান উপলক্ষে হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

- আপডেট সময় : ১১:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচির পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে।
গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রমজান মাসে কোর্টের সময়সূচী হবে- রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ৩:১৫টা পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ২:০০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯:১৫ টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ১:৩০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি পড়তে এই লিংকে যেতে হবে- https://www.supremecourt.gov.bd/resources/contents