রাজধানীর খিলক্ষেত এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড।
ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ সমন্বয়ে গতকাল ২ নভেম্বর অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে খিলক্ষেতে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।
এই যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৯২টি মামলা ও ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যাজনিত ৬টি গাড়ী জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.